kalerkantho


কুষ্টিয়ায় গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৯ আগস্ট, ২০১৮ ০০:০০কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সর্দারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মনিরুল ইসলাম (৫২) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মনিরুল দীর্ঘদিন থেকে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, মনিরুল ইসলামকে তাঁর নিজ বাড়ির দোতলার একটি কক্ষে দুবৃর্ত্তরা গলা কেটে হত্যা করে। তিনি হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।মন্তব্য