kalerkantho


তিন নদীতে র‌্যাবের টহল

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জে কোরবানির পশুবোঝাই ট্রলারে চাঁদাবাজি ও জোর করে হাটে নিয়ে যাওয়া বন্ধে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গায় নৌ টহল শুরু করেছে র‌্যাব-১১। গতকাল শনিবার থেকে শুরু হওয়া নৌ টহল ঈদের আগের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা গেছে। র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি জসিমউদ্দিনের নেতৃত্বে গতকাল দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে শীতলক্ষ্যায় অভিযান শুরু করা হয়। এ সময় র‌্যাব-১১-এর সহকারী পরিচালক এএসপি বাবুল আখতার, এএসপি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলনে জসিমউদ্দিন জানান, নৌ টহলে দুটি স্পিডবোটে আটজন করে ১৬ জন থাকবে। তা ছাড়া সার্বক্ষণিক মোবাইল টিম আছে।মন্তব্য