kalerkantho


বকশীগঞ্জে ভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি   

১৮ আগস্ট, ২০১৮ ০০:০০জামালপুরের বকশীগঞ্জের নিলাখিয়া ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে নির্মাণাধীন সেই ইটভাটার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার নির্মাণকাজ স্থগিত রাখার আদেশ  দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকালে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবু হাসান সিদ্দিক।

আইনের কোনো তোয়াক্কা না করেই নিলাখিয়া ইউনিয়নের হাফিজুর রহমান এলাকার কৃষিজমিতে ভাটা স্থাপন করছিলেন। কৃষিজমিতে ভাটা স্থাপনের প্রতিবাদে স্থানীয় কৃষকসহ গ্রামবাসী গত মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন ওই ভাটা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা ভাটা নির্মাণ বন্ধের দাবিসহ ভাটার মালিকের শাস্তির দাবি জানায়। এ নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়।মন্তব্য