kalerkantho


পাঁচ জুয়াড়ি আটক

হবিগঞ্জ প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০১৮ ০০:০০হবিগঞ্জ শহরতলির বহুলা বাইপাস সড়কে হিরা মিয়ার দোকান থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শহরতলির শায়েস্তানগর রবিদাস পাড়ার সুখলাল রবিদাসের (মৃত) ছেলে বিমল রবিদাস, বড় বহুলা গ্রামের তালিব হোসেনের (মৃত) ছেলে তজম্মুল হোসেন, একই গ্রামের শাহ আরব আলীর ছেলে শাহ মো. ইউসুফ আলী, হাছন আলীর ছেলে কাওছার আহমেদ ও দোকান মালিক হিরা মিয়া।

 মন্তব্য