kalerkantho


কালের কণ্ঠে প্রতিবেদন

সেই বাড়ি পরিদর্শন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০১৮ ০০:০০নীলফামারীর সৈয়দপুরে সেই পরিত্যক্ত সরকারি ৪৮ নম্বর বাড়িটি গতকাল মঙ্গলবার দুপুরে পরিদর্শন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) মো. শাহীনুর আলম। পরিদর্শনকালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, নীলফামারী গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. সাখাওয়াৎ ইসলাম, উপসহকারী প্রকৌশলী হোসেন মো. শাহিরয়ার, সৈয়দপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা মো. আজিজুল ইসলাম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় বাড়িটিতে অবস্থানকারী এক নারী নিজেকে বাড়িটি দখলে অভিযুক্ত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনারের ছোট ভাইয়ের স্ত্রী বলে জানান। অতিরিক্ত জেলা প্রশাসক ওই নারীর মাধ্যমে চেয়ারম্যান লুনারকে অতিসত্বর সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসে সাক্ষাতের জন্য নির্দেশ দেন।

অভিযোগ মতে, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় ৬ শতক জমিতে ৪৮ নম্বর বাড়িটি বীর মুক্তিযোদ্ধা মরহুম মশিউর রহমানের স্ত্রী মোছা. গুনসানারা বেগমের নামে বরাদ্দ প্রক্রিয়াধীন। কিন্তু চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার সম্প্রতি রাতে তালা ভেঙে বাড়িটি দখলে নিয়ে ভাড়া দেন। বুধবার বাড়িটির কয়েকটি গাছ কেটে ফেলে চেয়ারম্যানের লোকজন। বাড়িটিতে পাকা স্থাপনা নির্মাণের জন্য ইটও আনা হয়। এ নিয়ে ১৩ আগস্ট কালের কণ্ঠে ‘তালা ভেঙে দখলে নিয়ে গাছ কাটলেন চেয়ারম্যান’ শিরোনামে খবর প্রকাশিত হয়। খবরটি নজরে আসে জেলা প্রশাসনের।  

এডিসি শাহীনুর আলম বলেন, ‘আমরা দখলের খবর পেলেও আগেই স্থাপনা নির্মাণকাজ স্থগিত করে দেন (দখলকারী)। আগামীতে বরাদ্দ ব্যবস্থাপনা বোর্ডের সভায় বাড়িটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’মন্তব্য