kalerkantho


গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজছাত্র এমরান মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি করা হয়। এ সময় বক্তব্য দেন এমরানের ভাই ও মামলার বাদী মোস্তফা, মা মফিজা বেগম, ফুফু হাসান বানু, মনোয়ারা বেগম, ফজর বানু, ফুফাতো ভাই খায়রুদ্দিন, আসলাম উদ্দিন, নিজাম উদ্দিন, বোনজামাই আউয়াল গাজী, ইব্রাহীম, সফিকুল, বোন হাওয়া, হাজেরা, আছিয়া, জমির আলী, বিল্লাল, রফিকুল, পনির, হানিফ, মহসিন প্রমুখ। মোস্তফা জানান, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন এমরান। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে একই বছরের ১৪ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সকালে শীতলক্ষ্যা নদীতে এমরানের লাশ ভেসে ওঠে। যদিও পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লাশটি এমরানের নয়, কোনো নারীর। প্রসঙ্গত, এমরান হারিন্দার আব্দুল মবিনের ছেলে ও আব্দুল হক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 মন্তব্য