kalerkantho


২৬ জনের কারণে সমস্যায় আছে ২২ লাখ মানুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ডিএনডির জলাবদ্ধতা নিষ্কাশন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মাশফিকুল আলম ভূঁইয়া বলেছেন, ২০২০ সালের জুন মাসের মধ্যে সেচ প্রকল্পের কাজ শেষ হবে। সেই লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে ২৪ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ছাড়া ২৬ জন অবৈধ স্থাপনার মালিক উচ্চ আদালত থেকে কাজের ওপর নিষেধাজ্ঞার আদেশ নিয়ে এসেছেন। এই ২৬ জনের জন্য এলাকার ২২ লাখ লোকের সমস্যা হচ্ছে।

গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মাশফিকুল আলম ভূঁইয়া এসব কথা বলেন।

 মন্তব্য