kalerkantho


ভালুকায় ফিরতি রথযাত্রা মহোৎসব শেষ হলো

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ জুলাই, ২০১৮ ০০:০০মিয়মনসিংহের ভালুকায় গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় শ্রীশ্রী জগন্নাথ দেবের ফিরতি রথযাত্রা মহোৎসব। বিকেলে স্থানীয় কেন্দ্রীয় রাধা গোবিন্দের মন্দির থেকে শুরু হওয়া ফিরতি রথযাত্রাটি ভালুকা পুরনো বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় দুর্গামন্দিরে গিয়ে শেষ হয়। হাজারো ভক্ত ও পূজারি বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে ফিরতি রথযাত্রায় অংশ নেয়।

এর আগে ফিরতি রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এবং পরে রথযাত্রায় অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা এম এ ওয়াহেদ, অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, অজিত বণিক, মলয় কুমার নন্দী, বাবু বীরেন রায়, স্বপন বণিক প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার ভালুকা পুরনো বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে শেষ হয়।

 মন্তব্য