kalerkantho


দৌলতদিয়ায় যানজটে শত শত গাড়ি আটকা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

২৩ জুলাই, ২০১৮ ০০:০০দৌলতদিয়ায় যানজটে শত শত গাড়ি আটকা

ফেরি সংকটের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তিন দিন ধরে পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ছবিটি গতকাল দৌলতদিয়া লঞ্চঘাট থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির সংকট কাটেনি। পাশাপাশি পদ্মায় তীব্র স্রোতের কারণে ওই নৌপথে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সেখানে নির্দিষ্ট চ্যানেল ছেড়ে এক কিলোমিটার ভাটিপথ ঘুরে ফেরিগুলো চলাচল করছে। এতে পারাপারে সময় বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে। এদিকে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকা পড়ে থাকছে বিভিন্ন গাড়ি। গতকাল রবিবার দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত বিভিন্ন গাড়ি। এতে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় বিভিন্ন বাসের যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মন্তব্য