kalerkantho


টাঙ্গাইলে আইনজীবী হত্যার প্রতিবাদ

টাঙ্গাইল প্রতিনিধি   

২৩ জুলাই, ২০১৮ ০০:০০টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ আলীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে গতকাল রবিবার কোর্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। জেলার আইনজীবীরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোর্ট এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশে গিয়ে মিলিত হয়। জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহাম্মেদ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, জিপি অ্যাডভোকেট আনন্দ মোহন আর্য্য, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফায়কুজ্জামান নাজিব, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আলো, অ্যাডভোকেট মহসিন সিকদার, সাবেক পিপি অ্যাডভোকেট এস আকবর খান ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস উদ্দিন। অন্যদিকে গতকাল বাদ জোহর জেলা সদর জামে মসজিদ মাঠে ফরহাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল মনছুর মিয়াসহ অন্য বিচারকরা উপস্থিত ছিলেন। পরে ফরহাদের লাশ তাঁর গ্রামের বাড়ি ঘাটাইলের সাগরদিঘীতে যাওয়া হয়। বিকেলে সাগরদিঘী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর রাশ দাফন করা হয়। ঘাটাইলের সাগরদিঘী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেন জানান, হত্যাকাণ্ডের পরপরই ফরহাদের চাচাতো ভাই অভিযুক্ত রুবেল মিয়া সাগরদিঘী পুলিশ ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সে।মন্তব্য