kalerkantho


গোপালগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি   

২২ জুলাই, ২০১৮ ০০:০০গোপালগঞ্জের কাশিয়ানীতে সাপের কামড়ে সাব্বির মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামে তাঁকে সাপে কামড় দেয়। সাব্বির ওই গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সাব্বির। এ সময় একটি বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় তাঁকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে গেলে পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে স্থানীয় কবিরাজের বাড়ি নিয়ে যায়। পরে তাঁকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গতকাল শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. ফারুক আহম্মেদ জানান, শনিবার সকাল ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সাব্বির মারা গেছেন।মন্তব্য