kalerkantho


সাতক্ষীরায় জামায়াত নেতাসহ আটক ৭৬

সাতক্ষীরা প্রতিনিধি   

২২ জুলাই, ২০১৮ ০০:০০সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৯ আসামি ও জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীসহ ৭৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমির ও আশাশুনি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর রয়েছেন। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ফেনসিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্যও জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থেকে ৩১ জন, কলারোয়ায় ১১, তালায় তিন, কালীগঞ্জে ১৩, শ্যামনগরে ৯, আশাশুনিতে ছয়, দেবহাটায় এক ও পাটকেলঘাটায় দুজন রয়েছে।মন্তব্য