kalerkantho


গাড়িচাপায় মারা গেল মেছোবাঘ

হবিগঞ্জ প্রতিনিধি   

২০ জুলাই, ২০১৮ ০০:০০ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাড়িচাপায় একটি মেছোবাঘ মারা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সুরাবই এলাকায় এ ঘটনা ঘটে। বাঘটি রাস্তায় পড়ে থাকলে একের পর এক গাড়ির চাপায় রাস্তার সঙ্গে মিশে যায় হাড়-মাংস। স্থানীয়রা জানায়, সুরাবই এলাকার পাশে অবস্থিত রঘুনন্দান পাহাড়। স্থানীয়রা পাহাড় ও এর আশপাশের এলাকায় প্রায় প্রতিদিনই দেখতে পায় মেছোবাঘ। প্রায়ই লোকালয়ে এসে মানুষের ছাগল, বাছুর এবং হাঁস-মুরগি ধরে নিয়ে যায় এরা। স্থানীয়দের ধারণা, হয়তো এই বাঘটিও শিকারের উদ্দেশ্যে এসেছিল। কিন্তু রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা যায়। হবিগঞ্জের সহকারী বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, রঘুনন্দন পাহাড় থেকে খাবার সংগ্রহের তাগিদে বাঘটি লোকালয়ে এসেছিল হয়তো। কিন্তু রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা যায়। হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, স্থানীয়ভাবে মেছোবাঘের নাম গো-বাঘা। অনেক এলাকায় চিতাবাঘ হিসেবেও পরিচিত এরা। একসময় দেশজুড়েই ছিল এদের বিচরণ। তবে এখন প্রাকৃতিক বন বাদে অন্যত্র মেছোবাঘ দেখা যায় না বললেই চলে। পরিবেশ আন্দোলনকর্মী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, ‘বাংলাদেশে এখনো সুন্দরবনসহ বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনে মেছোবাঘের দেখা মেলে।’

 মন্তব্য