kalerkantho


গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা অভিযুক্ত গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি   

১৯ জুলাই, ২০১৮ ০০:০০



সাতক্ষীরায় গতকাল বুধবার এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের পালিচাঁদ বিলের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আক্তারুল ইসলাম (২৬) নামের এক যুবক আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে। সে ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

নিহত গৃহবধূর নাম বাঁচাখুকি (৪৫)। তিনি ফয়জুল্যাপুরের আব্দুল মজিদ কারিগরের স্ত্রী।

ফিংড়ি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মধুসূদন মণ্ডল জানান, গতকাল সকালে ওই গৃহবধূ পালিচাঁদ বিলে ছাগল চড়াতে যান। সেখানে ওত পেতে ছিল মাদকাসক্ত আক্তারুল ইসলাম। সে গৃহবধূকে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে মেহগনি গাছের ডাল দিয়ে গৃহবধূর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁর মৃত্যু নিশ্চিত করে লাশ পালিচাঁদ বিলের খালে পুঁতে রাখে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্যে ঘটনায় আক্তারুল ইসলাম নামের যুবক জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।



মন্তব্য