kalerkantho


মসজিদের টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১৮ জুলাই, ২০১৮ ০০:০০বগুড়ার আদমদীঘি উপজেলার নিমকুড়ি গ্রামে মসজিদের নামে ভুয়া কমিটি বানিয়ে বরাদ্দ এক লাখের মধ্যে ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এ নিয়ে ওই গ্রামের মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদ কমিটির মোতোয়ালি আব্দুর রহমান গতকাল মঙ্গলবার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়, বগুড়া তিন আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার নিমকুড়ি জামে মসজিদের উন্নয়নে টিআর প্রকল্প থেকে এক লাখ টাকা বরাদ্দ দেন। এই গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দীক, বেলাল হোসেন, তাহাজ্জত আলী, ফজলুর রহমান, আল আমিনসহ কয়েকজন ব্যক্তি মসজিদ কমিটিকে না জানিয়ে গোপনে একটি প্রকল্প কমিটি করেন। আদমদীঘি উপজেলা প্রকল্প অফিসে জমা দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোঁজ না নিয়ে প্রথম কিস্তির ৫০ হাজার টাকা দিয়ে দেন।মন্তব্য