kalerkantho


কুড়িগ্রাম-৪ আসন

গণসংযোগে আশরাফ

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম   

১৮ জুলাই, ২০১৮ ০০:০০গণসংযোগে আশরাফ

আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক সচিব ও রাষ্ট্রদূত আশরাফ উদ-দৌলা। এ লক্ষ্যে তিনি এরই মধ্যে গণসংযোগে নেমেছেন। গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনি রাজীবপুর সদর, কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়নে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পথসভা করেন। গতকাল রৌমারী উপজেলার কর্তিমারী বাজারেও পথসভা করেছেন। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিল।

সংসদ সদস্য পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি ১৪টি লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন বলে তিনি ঘোষণা দেন। তাঁর লক্ষ্য-উদ্দেশ্যের মধ্যে রয়েছে এলাকার আর্থিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন, টাস্কফোর্সের দায়িত্ব হবে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান বের করা, ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধ করা প্রভৃতি।

 মন্তব্য