kalerkantho


স্বেচ্ছাশ্রম

বামনায় স্মৃতিসৌধ চত্বর পরিচ্ছন্নে ছাত্রলীগ

বরগুনা প্রতিনিধি ও বামনা সংবাদদাতা   

১৮ জুলাই, ২০১৮ ০০:০০বামনায় স্মৃতিসৌধ চত্বর পরিচ্ছন্নে ছাত্রলীগ

বরগুনার বামনা পৌর শহরের স্মৃতিসৌধ চত্বর থেকে গতকাল ময়লা-আবর্জনা ফেলছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালের কণ্ঠ

মানুষের অসচেতনতা ও প্রশাসনের উদাসীনতায় বরগুনার বামনা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্মৃতিসৌধ চত্বরের পরিবেশ ম্লান হয়ে গিয়েছিল। চত্বরের চারপাশকে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করা হতো। স্মৃতিসৌধটিকে ঘিরে এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পরপরই ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে স্মৃতিসৌধের চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি বাস্তবায়ন করে। এ সময় বরগুনা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা তাদের এমন সামাজিক উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচি শেষে স্মৃতিসৌধ চত্বরে এর পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক একটি বিলবোর্ড স্থাপন করা হয়। এ ছাড়া সৌধটির চারপাশে ফুলের চারা রোপণ করা হয়।

 মন্তব্য