kalerkantho


বিপিএর বিবৃতি

চিকিৎসকদের হেনস্তা না করার অনুরোধ

১৭ জুলাই, ২০১৮ ০০:০০গত ৩০ জুন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) পক্ষ থেকে বিবৃতিতে ‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’ তদন্তে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকদের হেনস্তা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে রাইফার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিভিল সার্জন, শিশু বিশেষজ্ঞ এবং সাংবাদিক প্রতিনিধি সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ভর্তিকালীন সময় থেকে পরবর্তী যে চিকিত্সা দেওয়া হয়েছে তাতে রোগ নির্ণয়, চিকিত্সা ব্যবস্থাপত্র ও ওষুধ প্রয়োগ যথাযথ ছিল বলে মত দেওয়া হয়েছে। তাই রাইফার চিকিত্সার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের হেনস্তা করা কাম্য নয়। বিবৃতিতে বলা হয়, বিপিএ শিশু চিকিত্সা বিষয়ে বরাবরের মতো সরকারের নির্দেশনা মোতাবেক সার্বিক সহযোগিতা করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে এ দেশের সব শিশুর সুস্বাস্থ্য রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা পালনে বিপিএর সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ থাকার প্রত্যয় ব্যক্ত করছে। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য