kalerkantho


নান্দাইলে বল্লমের আঘাতে কৃষক খুন দুজন আহত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৭ জুলাই, ২০১৮ ০০:০০ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের বল্লমের আঘাতে আব্দুল হেলিম (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন। গতকাল সোমবার সকালে উপজেলার গাঙাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত কৃষকের ভগ্নিপতি মো. আবদুস সালাম জানান, দুই পক্ষই তাঁর আত্মীয়। গত রবিবার আব্দুল হেলিমের একটি বাছুর প্রতিবেশী হাফিজ উদ্দিনের বীজতলা নষ্ট করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামবাসীর হস্তক্ষেপে বিবাদ মিটলেও হাফিজ উদ্দিনের পক্ষ হেলিমের বাড়ি গিয়ে বল্লমসহ হামলা চালিয়ে তিনজনকে জখম করে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন হলো নিহত হেলিমের চাচা খুরশিদ ও চাচাতো ভাই রতন মিয়া। গুরুতর অবস্থায় তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

নান্দাইল মডেল থানার এসআই মো. নুরুল হুদা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে।মন্তব্য