kalerkantho


কাজীপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বই বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৮ ০০:০০কাজীপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বই বিতরণ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গতকাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ বই বিতরণ করেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে ২০১৭-১৮ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কাজীপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ বই বিতরণ করা হয়।

বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং বই বিতরণ করেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে ২৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ‘মুজিব গ্রাফিক নভেল-১’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব  মো. সাইফুল ইসলাম। এ ছাড়াও মহিলা ভাইস  চেয়ারম্যান সুলতান হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. বাবলু মিয়া। সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা  মো. মঈনুল হাসান।মন্তব্য