kalerkantho


ইবিতে নিয়োগ বাণিজ্য

অভিযুক্তদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৮ ০০:০০ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় গত রবিবার সন্ধ্যায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এদিকে অভিযুক্ত দুই শিক্ষককে প্রশাসনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এক প্রার্থীর সঙ্গে ২০ লাখ টাকার লেনদেনের অডিও ফাঁস হয়। কথোপকথন অনুযায়ী এতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ জড়িত।

 মন্তব্য