kalerkantho


একই কর্মস্থলে ২৭ বছর!

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৮ ০০:০০শাহে আলম। ভোলার চরফ্যাশনের উপজেলা প্রকৌশলী অফিসের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (কার্য সহকারী) তিনি। দীর্ঘ ২৭ বছর ধরে আছেন একই কর্মস্থলে। জানা যায়, ১৯৯১ সালের ১ আগস্ট আলমের প্রথম চাকরি হয়। তখন মাত্র ১৭ দিন লালমোহনে ছিলেন তিনি। পরে একই বছরের ১৮ আগস্ট চরফ্যাশনে যোগ দেন। ১৯৯৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বদলি হলেও সেখানে যাননি। দীর্ঘ ২৭ বছর ধরে চরফ্যাশনেই আছেন। অথচ সরকারি বিধি অনুযায়ী, একই স্থানে কোনো কর্মকর্তা বা কর্মচারী তিন বছরের বেশি সময় থাকতে পারবেন না। এ বিষয়ে আলমের বক্তব্য, ‘বদলি হতে চাইলেও কর্তৃপক্ষ আমাকে বদলি করে না। বদলি করলে চলে যাব।’মন্তব্য