kalerkantho


আশুলিয়ায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৬ জুলাই, ২০১৮ ০০:০০আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার ভোরে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের মরাগাঙ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় ডাকাতি হচ্ছে—এমন খবর পেয়ে থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে যায়। সেখানে যাওয়ার পর সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 মন্তব্য