kalerkantho


বিজয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৬ জুলাই, ২০১৮ ০০:০০ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগরে এ ঘটনা ঘটে। তবে বিকেল নাগাদ এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

নিহত ব্যক্তি হলেন, কাশিনগর গ্রামের শওকত হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪৮)। অভিযুক্ত ছোট দুই ভাই মো. কাউছার ও মো. উসমান ঘটনার পর থেকে পলাতক। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিজয়নগর থানার ওসি মো. আলী আর্শাদ জানান, সম্পত্তিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ওপর ছোট ভাইয়েরা হামলা চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 মন্তব্য