kalerkantho


বুড়িগঙ্গা থেকে শিশুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

১৬ জুলাই, ২০১৮ ০০:০০বুড়িগঙ্গা নদীর কামালবাগ খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় শিশুর (৮) ভাসমান লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। গতকাল রবিবার সকালে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই এইচ এম মেহেদী হাসান বলেন, ‘বুড়িগঙ্গা নদীতে রবিবার সকালে অজ্ঞাতপরিচয় শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠাই। নিহতের পরনে চেক গেঞ্জি ও জিন্স হাফপ্যান্ট ছিল। লাশের গলায় পুরনো একটি কালো দাগ রয়েছে। এ ছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, শিশুটি নদীর পারে খেলতে এসে বা গোসল করতে এসে অথবা নৌকা থেকে পড়ে মারা গেছে।’

তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট ও পরিচয় পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।মন্তব্য