kalerkantho


বিদ্যালয় রক্ষায় বিক্ষোভ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

১৬ জুলাই, ২০১৮ ০০:০০কুমিল্লার দাউদকান্দির বাসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার স্কুল প্রাঙ্গণে মিছিল করে তারা। অভিযোগ পাওয়া গেছে, কয়েক বছর ধরে মাইনুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন দাতা সদস্য হিসেবে স্কুলের উত্তর পাশের পুকুরে অপরিকল্পিতভাবে মাছ চাষ করছে। ফলে গত সপ্তাহে টানা বৃষ্টিতে শিশু শ্রেণির দুটি কক্ষ ধসে পুকুরে বিলীন হয়ে যায়। ছুটির পর ঘটনাটি ঘটায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। ম্যানেজিং কমিটির সদস্য মাজহারুল ইসলাম কানন বলেন, ‘বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে লিখিতভাবে জানিয়েছি।’ তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি।মন্তব্য