kalerkantho


জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার   

১৫ জুলাই, ২০১৮ ০০:০০জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মৌলভীবাজারে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৪০ জন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের পম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পম্মদপুর গ্রামের লেবাস মিয়া ও এলাইছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বড় হাওর এলাকায় প্রায় ৪০ বিঘা খাসজমি দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। সংঘর্ষে উভয় পক্ষের দুজন নিহত ও ৪০ জন আহত হয়। নিহতরা হলেন পম্মদপুরের লেবাস মিয়া গ্রুপের মোবারক আলীর ছেলে শফিকুর রহমান (২২) ও এলাইছ মিয়া গ্রুপের ওয়ারিশ মিয়ার ছেলে আব্দুল মালিক (৫৫)। আহতদের মধ্যে ২৯ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে সাতজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ১৮ জনকে ধরা হয়েছে।’মন্তব্য