kalerkantho


আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ১

মাগুরা প্রতিনিধি   

১৫ জুলাই, ২০১৮ ০০:০০মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে গতকাল শনিবার স্থানীয় চাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এখলাস মোল্যা (৬০) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন।  স্থানীয় লোকজন জানায়, আধিপত্য নিয়ে চাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফুল মিয়ার সমর্থকদের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইমান আলীর সমর্থকদের বিরোধ চলছিল। গত শুক্রবার বিকেলে ফুল মিয়ার সমর্থক হাবিবের সঙ্গে ইমান আলীর সমর্থক রুহল ও আবুল হোসেনের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গতকাল সকালে হাবিবের বাড়িতে ঢুকে হাবিবকে কুপিয়ে জখম করে ইমান আলীর ভাই আফরোজ, আকিদুল, শরিফুলসহ অন্যরা। পরে ফুল মিয়ার সমর্থকরা ইমান আলীর সমর্থক এখলাস মোল্যার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এখলাস মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া এখলাস মোল্যার স্ত্রী সাজিয়া বেগম (৫০), ছেলে আবুল কালামসহ (৩৬) অন্তত ১০ জন আহত হয়।

 মন্তব্য