kalerkantho


শেরপুর ও হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত

শেরপুর ও হবিগঞ্জ প্রতিনিধি   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেরপুর ও হবিগঞ্জে দুজন নিহত হয়েছে। এর মধ্যে শেরপুরে বিদ্যুতের তারে জড়ানো নাতিকে রক্ষায় এগিয়ে গিয়ে জহুরুল হক (৬০) নামের এক ব্যক্তি নিহত ও তাঁর স্ত্রী হনুফা বেগম আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সদরের চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সকালে বাড়ির পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়ানো নাতিকে উদ্ধার করতে পারলেও জহুরুল হক নিজেই বিদ্যুতায়িত হয়ে পড়েন। তখন স্ত্রী হুনুফা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। তাঁদের দুজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল হককে মৃত ঘোষণা করেন। আহত হনুফা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর নদী থেকে নৌকার মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আদাঐর গ্রামের পাশে খাস্টি নদীতে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান জানান, গত বুধবার দুপুরে পাশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নৌকাযোগে উপজেলার জোয়ালভাঙ্গা কনের বাড়ি যাচ্ছিলেন। পথে খাস্টি নদীতে বিদ্যুতের তারে নৌকার বৈঠা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল খায়ের নদীতে পড়ে যান।

পরে সন্ধ্যায় সিলেট থেকে আসা ডুবুরির দল চেষ্টা করেও তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়। গতকাল সকালে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।

 মন্তব্য