kalerkantho


গফরগাঁওয়ে ভাঙন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৮ ০০:০০গফরগাঁওয়ে ভাঙন

ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী এলাকার শ্মশানঘাট ও কালীমন্দির। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র তীরে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের একমাত্র শ্মশানঘাট ও এর পাশের কালীমন্দিরটি ভাঙনের কবলে পড়েছে। শ্মশানঘাট ও মন্দির কমিটি নিজস্ব উদ্যোগে বালির বস্তা ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে। তবে স্থায়ী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শ্মশানঘাট ও মন্দির ভেঙে যেতে পারে।

সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, পৌর শহরের ইমামবাড়ী ঈদগাহ মাঠের পাশে ব্রহ্মপুত্রের তীরে শিলাসী কালিবাড়ী মন্দির ও শ্মশানঘাট অবস্থিত। পৌর শহরের একমাত্র শ্মশানঘাট এটি। পৌর শহর ছাড়াও আশপাশের এলাকার কেউ মারা গেলে এখানেই সৎকার করা হয়। তাই দুই শতাধিক বছরের পুরনো শ্মশানঘাট ও মন্দিরটি রক্ষা করা অপরিহার্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, ‘লিখিত আবেদন করলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’

 মন্তব্য