kalerkantho


সিংড়া

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা মাছ নিধন

নাটোর প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৮ ০০:০০সরকারিভাবে মা মাছ শিকারে নিষেধাজ্ঞা আছে। কিন্তু তা অমান্য করে নাটোরের সিংড়ায় দেশের বৃহত্তম মৎস্যভাণ্ডারখ্যাত চলন বিলে চলছে মা মাছ নিধনের মহোৎসব। জেলেরা প্রকাশ্যে এই মাছ বিভিন্ন আড়ত ও বাজারে বিক্রি করছে। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। উপজেলার বিভিন্ন জলাশয়, নদী-নালা ও খাল-বিলে মা মাছ ধরছে অসাধু জেলেরা। বিলের বিভিন্ন পয়েন্টে কুঁচ, পাঁচা, বাদাই, কারেন্ট, খরা জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলছে মা মাছ ধরার উৎসব। সচেতন নাগরিকরা বলছে, মা মাছ নিধন বন্ধ করা না গেলে আগামী দিনে চরম মাছ সংকটে পড়বে চলন বিল। উপজেলার জোড়মল্লিকা, বিলদহর, কৃষ্ণনগর, সারদানগর, পৌর শহরের দমদমা, পাটকোল, কতুয়াবাড়ী, শোলাকুড়া, সোহাগবাড়ী ও বিলের বিভিন্ন পয়েন্ট থেকে বোয়াল, টেংরা, পাতাসী, পুঁটি, মলা, মাগুড়সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মা মাছ ধরা হচ্ছে।

জানা যায়, উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় মা মাছ রক্ষার্থে অভয়াশ্রমে পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ঠিকমতো বেতন না পাওয়ায় তাঁরা দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ। এ সুযোগে কিছু অসাধু জেলে নতুন পানি আসার সঙ্গে সঙ্গে মা মাছ ধরছে। শুষ্ক মৌসুমে সৌতি, বানা, খরাজালসহ সব ধরনের জাল ভেঙে দেওয়া হয়েছিল। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অবৈধভাবে কেউ মাছ নিধন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, ‘মা মাছ নিধন বন্ধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আমরা ইউনিয়নের হাট-বাজারে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করব। মা মাছ রক্ষার্থে মোবাইল কোর্ট অব্যাহত আছে ও থাকবে।’

 

 মন্তব্য