kalerkantho


চেয়ারম্যানসহ ৩০ জন জেলে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ জুলাই, ২০১৮ ০০:০০ফরিদপুরে যুবলীগ নেতা লিটন আলম হত্যা মামলায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানসহ ৩০ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলালউদ্দিন গতকাল বুধবার এ আদেশ দেন। লিটন একই উপজেলার ইউসুফদিয়া গ্রামের আব্দুল আলী মাতুব্বরের (মৃত) ছেলে ও ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২১ মার্চ সকালে ইউসুফদিয়া গ্রামের হাই মাতুব্বরের বাড়ির সামনে লিটনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পরদিন লিটনের ভাই শাহ আলম থানায় হত্যা মামলা করেন।

 মন্তব্য