kalerkantho


ময়মনসিংহে ব্যান্ড দল ‘ফেইম’র নবযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৫ জুন, ২০১৮ ০০:০০ময়মনসিংহের জনপ্রিয় ব্যান্ড দল ‘ফেইম’ নব উদ্যমে যাত্রা শুরু করেছে। গতকাল রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ যাত্রার ঘোষণা দেওয়া হয়। সদস্যরা বিভিন্ন স্থানে কর্মব্যস্ততায় জড়িয়ে পড়ায় দলটি অনেকটা নিষ্প্রভ হয়ে পড়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলে পুরনো সদস্যরাই থাকছেন। গিটারে আছেন আলী আহসান সুমন, ভোকালে তানভীর তমাল, হুমায়ুন কবীর মাসুম, ড্রামে পান্না, কী-বোর্ডে মুন্না এবং বেইসে সিদ্দিকুর রহমান।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টের মাধ্যমে সংগীত পিপাসুদের মনে স্থান করে নেয় ‘ফেইম’। দীর্ঘদিন পর ময়মনসিংহবাসীর সামনে নতুন রূপে হাজির হতে চলেছে দলটি।মন্তব্য