kalerkantho


বগুড়ার ডিপিইওকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৫ জুন, ২০১৮ ০০:০০বগুড়ার ডিপিইওকে দুদকে তলব

প্রধান শিক্ষকদের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) হোসেন আলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয় ঢাকায় তাঁকে হাজির হতে বলা হয়েছে।

গত শনিবার কালের কণ্ঠে ‘প্রধান শিক্ষকদের পদায়নে ঘুষ’ শিরোনামে এসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব পাওয়া শিক্ষকদের পদায়ন দেওয়া নিয়ে চলছে ব্যাপক ঘুষ বাণিজ্য। অভিযোগ উঠেছে, পছন্দের বিদ্যালয়ে যেতে ২০ থেকে ৩০ হাজার টাকা ঘুষ লেনদেন করতে হচ্ছে। এ জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষা কর্মকর্তার বাসায় শিক্ষকদের ধরনা দিতে দেখা গেছে।

এরপর গতকাল রবিবার দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক টেলিফোনে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা ডিপিইওকে জানিয়ে দেন। গতকাল বিকেলে ডিপিইও দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের হাজির হয়ে উপপরিচালকের সঙ্গে সাক্ষাৎও করেছেন।মন্তব্য