kalerkantho


রাজৈরে পুড়ল ৬ দোকান

মাদারীপুর প্রতিনিধি   

২৪ জুন, ২০১৮ ০০:০০মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে শুক্রবার গভীর রাতে আগুনে ছয়টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

রাজৈর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় হাটের পুরান কাঠপট্টিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। স্থানীয়রা টের পেয়ে রাজৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছয়টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের লিডার মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও পাঁচটি কাঠের দোকান পুড়ে গেছে।

 মন্তব্য