kalerkantho


আড়াইহাজারে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৩ জুন, ২০১৮ ০০:০০আড়াইহাজারে তমিজ উদ্দিন তমু (৬০) নামের এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তমিজ ওই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহত তমিজের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। ১২-১৩ দিন আগে থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার লাশ  থেকে পচা গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা পড়ে আছে। মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।

 মন্তব্য