kalerkantho


নাটোরে গৃহহীনদের তালিকা তৈরিতে অনিয়ম

নাটোর প্রতিনিধি   

২৩ জুন, ২০১৮ ০০:০০নাটোরে গৃহহীনদের তালিকা তৈরি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তালিকায় নাম ওঠানোর কথা বলে গৃহহীনদের কাছ থেকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। তবে এ নিয়ে কেউ মুখ খুলতে নারাজ। 

অন্যদিকে প্রশাসন বলছে, তালিকা তৈরিতে কেউ অনিয়মের অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প ‘আশ্রয়ণ-২’-এর আওতায় নাটোরে মোট এক হাজার ৬২০টি গৃহহীন পরিবারকে বাড়ি তৈরি করে দিচ্ছে জেলা প্রশাসন। যাদের ১ থেকে ১০ শতাংশ জমি আছে; কিন্তু ঘর নেই বা থাকলেও তা বসবাসের অনুপযোগী, তারা এ প্রকল্পের সুবিধা ভোগ করবে বলে জানা গেছে। এ ছাড়া দুস্থ, অসহায় মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া নারী, পঙ্গু, আয়-উপার্জনে অক্ষম, ভিক্ষুক, বয়স্ক ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন ব্যক্তিরাও এ প্রকল্পের সুবিধাভোগী হবেন।

লালপুরের ইউএনও নজরুল ইসলাম বলেন, ‘আমি নিজে ঘুরে ঘুরে তালিকা তৈরি করেছি। তালিকা তৈরিতে কোনো অনিয়মের সুযোগ নেই।’

সদরের ইউএনও জেসমিন আক্তার বানু বলেন, ‘এর পরও কোনো এলাকার অনিয়মের তথ্য-প্রমাণ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’মন্তব্য