kalerkantho


ভালুকায় নিখোঁজের ছয় দিন পর শিশুর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ জুন, ২০১৮ ০০:০০ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে। গত রবিবার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের একটি গজারি বনে গলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত রিফাত (১০) উপজেলার সুয়াতপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে বনগাঁও গ্রামের নাছির নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার রিফাতের নানাবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নারাঙ্গী গ্রামের গজারি বনের ভেতর এক শিশুর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে রিফাতের নানাবাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে লাশ শনাক্ত করে।মন্তব্য