kalerkantho


গফরগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহনন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ জুন, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ের আঠারোদানা (বিলপাড়) গ্রামে গতকাল সোমবার দুপুরে সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার (১৪) আত্মহত্যা করেছে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার আঠারোদানা বিলপাড় গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ও আঠারোদানা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্মৃৃতি আক্তার গতকাল সকালে কেনাকাটার জন্য মায়ের কাছে ১০০ টাকা চায়। কিন্তু মা বিলকিস ‘টাকা নেই’ বলে স্মৃতিকে বাড়িতে একা রেখে চরআলগী আত্মীয় বাড়িতে চলে যান। দুুপুর ১২টার দিকে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পায়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে স্মৃৃতিকে ঝুলতে দেখে চিত্কার দিলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে দেখে স্মৃতি আত্মহত্যা করেছে।মন্তব্য