kalerkantho


আজমিরীগঞ্জে নির্বাচনী বিরোধ

আওয়ামী লীগ নেতা খুন

হবিগঞ্জ প্রতিনিধি   

১৯ জুন, ২০১৮ ০০:০০হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন খুন হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন মিয়া (৩৮) সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল আতর আলী মিয়া মারা যান। নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৫ জুলাই ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে চার নেতা মনোনয়ন চেয়েছিলেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবা উদ্দিন ভূঞা, আল আমিন মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান ও আওয়ামী লীগ নেতা রানা রায়।

দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে সোমবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এক সভা ডাকা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সব ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবা উদ্দিন ভূঞা সবার নামই জেলায় পাঠানোর পরামর্শ দেন। আল আমিন মিয়ার লোকজন দাবি করে, ১ নম্বরে তাঁর নাম রাখার জন্য। এর কিছুক্ষণ পর ডাকবাংলোর সামনে আল আমিন মিয়া মারা যান। সংঘর্ষে  আট নেতাকর্মী আহত হয়।

জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নজমুল হক বলেন, ‘স্ট্রোক করার কারণে তাঁর মৃত্যু হতে পারে।’

নিহতের ছোট ভাই আলাউদ্দিন জানান, সংঘর্ষে তাঁর ভাই আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছেন।

 মন্তব্য