kalerkantho


অবশেষে বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল শুরু

বরিশাল অফিস ও ঝালকাঠি প্রতিনিধি   

১৫ জুন, ২০১৮ ০০:০০দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল-ঝালকাঠি রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি ও ঝালকাঠি বাস মালিক সমিতির মধ্যে সমঝোতা বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন জানান, ঈদ উপলক্ষে বিভাগীয় প্রশাসনের আহ্বানে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল সার্কিট হাউসে সমঝোতা বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জুন পর্যন্ত আগের নিয়মে বরিশাল থেকে ঝালকাঠি ও ঝালকাঠি হয়ে অন্যান্য রুটে বাস চলাচল করবে। ঈদের পর দুই মালিক সমিতি সরাসরি বাস চলাচলের হিস্যা নিয়ে আবার বৈঠকে বসবে।মন্তব্য