kalerkantho


সাতক্ষীরায় টাকাসহ দুদকের হাতে আটক পরিষদ কর্মচারী

সাতক্ষীরা প্রতিনিধি   

১৩ জুন, ২০১৮ ০০:০০সাতক্ষীরা জেলা পরিষদের অফিস সহকারী (সাঁটলিপিকার) এ কে এম শাহিদুজ্জামানকে ঘুষের টাকাসহ আটক করেছে খুলনার দুদক। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা পরিষদের অফিসকক্ষ থেকে ঘুষের এক লাখ টাকাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।

খুলনা বিভাগীয় দুদকের পরিচালক ড. আবুল হাসান জানান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে ওত পেতে বসেছিল। এর আগে সদর উপজেলার দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের বরাদ্দের টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক ও সাঁটলিপিকারের মধ্যে চুক্তি হয়। চুক্তি মোতাবেক স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসানের কাছ থেকে জেলা পরিষদের সাঁটলিপিকার শাহিদুজ্জামান এক লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাঁকে দুদকের টিম হাতেনাতে আটক করে। এ ব্যাপারে দুদক সহকারী পরিচালক মাহাতাব উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।মন্তব্য