kalerkantho


টর্নেডোতে বিধ্বস্ত ৭৩ বসতঘর

পটুয়াখালী প্রতিনিধি   

১৩ জুন, ২০১৮ ০০:০০টর্নেডোতে বিধ্বস্ত ৭৩ বসতঘর

পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চতলাখালী গ্রামে সোমবার রাতে টর্নেডোতে উড়ে যাওয়া ঘরের ভিটার সামনে দাঁড়িয়ে আছেন বাসিন্দারা। ছবিটি গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় টর্নেডোর আঘাতে গত সোমবার রাতে সাত গ্রামের ৭৩টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, রাত ৯টায় রাঙ্গাবালী উপজেলার চতলাখালী, তিল্লা, নয়াভাংগুনি গ্রামের ২৫টি ও গলাচিপা উপজেলার বাঁশবাড়িয়া, বোয়ালিয়া, তুলাতলী ও মানিকচাঁদ গ্রামের ৪৮টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় সহস্রাধিক গাছ উপড়ে পড়ে।

গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ চলছে।’

গলাচিপা ইউএনও তওফিক আহম্মেদ বলেন, ‘ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের চেষ্টা করব।’

 মন্তব্য