kalerkantho


খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবি

বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

প্রিয় দেশ ডেস্ক   

১১ জুন, ২০১৮ ০০:০০দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

ঝালকাঠিতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রবিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে সমাবেশ করতে চাইলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। ফরিদপুর শহর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে।

নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এদিকে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি।মন্তব্য