kalerkantho


রূপগঞ্জে দাউদপুর ইউপির উন্মুক্ত বাজেট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৭ মে, ২০১৮ ০০:০০রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ইউপি কার্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ছয় কোটি ৮৪ লাখ ১৯ হাজার ২০০ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বঙ্গবাসী আব্দুল কাইয়ুম, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুল ইসলাম খোকন, হুমায়ন কবির, ইসমাঈল হোসেন, নাহিদ হাসান সরকার শিপন প্রমুখ।মন্তব্য