kalerkantho

ডায়রিয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৩ মে, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত ১৫ দিনে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে শীতলক্ষ্যা নদীর পারের বাসিন্দা। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বাড়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির সংকট, আবহাওয়ার পরিবর্তন, কেমিক্যাল মিশ্রিত খাবার খাওয়া, নোংরা পরিবেশে থাকা, শীতলক্ষ্যার নোংরা পানি ব্যবহার করা, খোলা টয়লেট ব্যবহারসহ বিভিন্ন কারণে ডায়রিয়া রোগীর  সংখ্যা দিন দিন বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক জানান, আশঙ্কাজনক রোগীদের ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। জানা যায়, শীতলক্ষ্যা নদীর দুই পারে ছোট-বড় মিলিয়ে অসংখ্য শিল্প-কারখানা গড়ে উঠেছে। এসব শিল্প-কারখানার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি ও বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। নদীপারের মানুষের টয়লেটের ময়লাও সরাসরি নদীতে পড়ছে। এভাবে নদীর পানি দূষিত হচ্ছে। এই পানিই ডায়রিয়ার কারণ। এ ছাড়া ইদানীং বেশ কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আর তা পান করেও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। মন্তব্য