kalerkantho


মাধবপুরে ঢলে ভেসে গেল কোটি টাকার মাছ

হবিগঞ্জ প্রতিনিধি   

২০ মে, ২০১৮ ০০:০০হবিগঞ্জের মাধবপুরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে খরস্রোতা সোনাই নদীর দুই পার। এতে আশপাশের প্রায় ২০টি গ্রামে পানি ঢোকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে দুই শতাধিক পুকুরের মাছ। শত শত কৃষক ফসল হারিয়ে এখন দিশাহারা। স্থানীয় যুবক খালেদ হাসান হৃদয় জানান, নদীর দুই পার ভেঙে যাওয়ায় উপজেলার চৌমুহনী, ধর্মঘর, বহরা, জগদীশপুর ও শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।মন্তব্য