kalerkantho


সোনারগাঁয় জমি নিয়ে বিরোধ

শতাধিক গাছ কেটে নিল প্রতিপক্ষ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২২ এপ্রিল, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় একটি কম্পানির বিভিন্ন প্রজাতির ফলদ ও কাঠ গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে ওই কম্পানির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) বদরুল ইসলাম খান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সোনারগাঁ পৌরসভার টিপরদী এলাকায় অবস্থিত ছোট শীলমান্দী মৌজায় চৈতি কম্পোজিট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান মালিকরা নিজেদের প্রায় দুই বিঘা জমিতে আম, জাম, কাঁঠাল, পেঁপে, কড়ই, শিল কড়ইসহ বিভিন্ন প্রজাতির ফল ও কাঠ গাছ রোপণ করেছেন। জমি নিয়ে বিরোধের জেরে টিপরদী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন, জামাল উদ্দিনসহ ১৫-২০ জনের একটি দল ওই সব ফলদ ও কাঠ গাছ কেটে সাবাড় করে দেয়। চলে যাওয়ার সময় তারা ওই কম্পানির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) বদরুল আলম ও মালিক পক্ষের কয়েকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ ব্যাপারে চৈতি কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কালাম বলেন, ‘আমি বিভিন্ন সময়ে আমার ক্রয়কৃত জমিতে নানা ধরনের ফলদ ও কাঠ গাছ রোপণ করেছি। টিপরদী এলাকার ভূমিদস্যূ ও সন্ত্রাসী মোশারফ হোসেন তার ভাতিজা শাকিল রানাসহ কয়েকজন আমার জমিতে থাকা প্রায় তিন লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ সময় তারা আমাদের কম্পানির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মেরে ফেলার হুমকি দেয়।’

তবে মোশারফ হোসেন ও শাকিল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, তাঁরা কোনো কম্পানির জায়গা থেকে গাছ কাটার সঙ্গে জড়িত নয়। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’মন্তব্য