kalerkantho


কালবৈশাখী ঝড়ে গাজীপুরে এক স্কুলছাত্রী নিহত

গফরগাঁওয়ে ১০ গ্রাম লন্ডভন্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২২ এপ্রিল, ২০১৮ ০০:০০গাজীপুরে কালবৈশাখী ঝড়ে একটি কারখানার চালা উড়ে গিয়ে পাশের বাড়িতে পড়ায় এক স্কুলছাত্রী নিহত এবং ওই বাড়ির এক সদস্য সদস্য আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চান্দনা চৌরাস্তার রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম নাসরিন আক্তার জোসনা (১৭)। সে নগরীর চান্দনা এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসী জানায়, জোসনাদের পরিবার রওশন সড়কের ছায়েদ আলী নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া। গতকাল সকালে কাছেই জাকির নামে আরেক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিল জোসনা। এর পর দুপুরের দিকে ঝড়ে সফি টেক্সটাইল মিলের ছাদের টিনের চালা উড়ে কারখানার নিচে জাকিরের বাড়িতে গিয়ে পড়ে। এতে জোসনা নিহত এবং ওই বাড়ির আরেক সদস্য গুরুতর আহত হয়েছে। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।

এছাড়া ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুটি ভেঙ্গে যাওয়ায় দুপুর থেকে রাত ৮টা র্পযন্ত পুরো গাজীপুর বিদ্যুত্হীন ছিল। এছাড়া অনেক কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় দুটি গাছের ডাল ভেঙ্গে পড়ে। এতে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ি সড়কে সব ধরণের যানবাহন বন্ধ ছিল।

ঝড়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কার্যালয় এবং রথখোলা সড়কে স্টেডিয়ামের পাশে বেশ কয়েকটি বাসা বাড়ির টিনের চালা উড়ে যায়।

এদিকে কাল বৈশাখী ঝড়ে গাজীপুরে বিভিন্ন স্থানে উঠতি ফসল ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

গফরগাঁওয়ে ১০ গ্রাম লন্ডভন্ড: গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল সকালের কালবৈশাখী ঝড়ে উপজেলার টাঙ্গাব ও দত্তেরবাজার ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম লন্ডভন্ড হয়ে পড়ে। এতে টাঙ্গাবসহ বিভিন্ন গ্রামের কাঁচা-আধা পাকা বহু ঘর বাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ড়্গতি হয়েছে। উপজেলা সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম ক্ষতিগ্রস্ত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।মন্তব্য