kalerkantho


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আজ থেকে ক্লাস শুরু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হচ্ছে। পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবনে আজ ক্লাস অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ভবনটি প্রস্তুত রাখা হয়েছে। উপাচার্য বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আজ ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। এই দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস উদ্বোধন করা হবে। তবে অবকাঠামো নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত রবীন্দ্র অধ্যয়ন বিভাগ এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ—এ দুটি বিভাগের ক্লাস নেওয়া হবে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবনে এবং অর্থনীতি বিভাগের ক্লাস নেওয়া হবে পাশের মওলানা সাইফুদ্দীন এহিয়া ডিগ্রি কলেজে।’

 মন্তব্য